জেনারেটার চালু করার পুর্বে নিম্নলিখিত বিষয়গুলি পরীক্ষা করতে হয়ঃ
১) মেইন সার্কিট ব্রেকার বা অন্য কোন পাওয়ার ট্রান্সমিশান ডিভাইসের কানেকশান থাকলে তা বন্ধ কিনা দেখুন।
২) ইঞ্জিনের উপরে অথবা ভিতরে কোন যন্ত্রপাতি বা অন্য কিছু থাকলে অপসারন করুন । প্রোটেকটিভ গার্ডস এবং শিল্ড লাগানো আছে কিনা দেখুন । (চিত্র নং- ১ )
৩) বেল্টগুলি পরীক্ষা করুন এবং প্রয়োজনে যথাযথ টাইট করুন এবং গ্রিজ পয়েন্টে গ্রিজ দিন। (যেমন ওয়াটার পাম্প, কুলিং টাওয়ার ফ্যান ইত্যাদি)
৪) সার্জ ট্যাংকের সাইট গ্লাসে পানির লেভেল (সর্বোচ্চ লেভেল থেকে প্রায় ১/২” নিচে) আছে কিনা দেখুন, প্রয়োজনে ডিষ্টিল ওয়াটার দিন এবং বাতাস বের করবার ব্যাবস্থা করুন এবং পরে ভেন্ট ও ড্রেন কক্ গুলো বন্ধ করুন ।
৫) পানি, মবিল ও গ্যাস লাইনে কোন লিক আছে কিনা দেখুন।
৬) এয়ার ক্লিনার চেক করুন । এয়ার রেস্ট্রিকশান ইন্ডিকেটার লাল হলে বা প্রয়োজনে প্রিক্লিনার ও এয়ারক্লিনার পরিষ্কার করুন । (চিত্র নং- ২)
৭) ডিপস্টিক দ্বারা ইঞ্জিনের মবিলের পরিমান দেখুন। ওয়েল লেভেল ফুল মার্কের চেয়ে ১/৪” নিচে রাখুন। (চিত্র নং- ৩)
৮) ব্যাটারীতে পানির লেভেল ঠিক আছে কিনা দেখুন। প্রয়োজনে পরিমিত পরিমান ডিষ্টিল ওয়াটার দিন।
ব্যাটারী ভোল্টেজ (২৪-২৬) ভোল্ট কিনা দেখুন। ২৪ ভোল্টের কম দেখালে উক্ত ব্যাটারী দ্বারা ইঞ্জিন চালু করার চেষ্টা করবেন না।
৯) ম্যানুয়াল গ্যাস ভাল্ব খুলুন এবং গ্যাস প্রেসার যথাযথ আছে কিনা দেখুন।
১০) TB-৬ বক্সের ডানের ফুয়েল প্রেসার সেন্সিং ভাল্ব খোলা রাখুন।
১১) সকল কন্ট্রোল ভাল্ব খোলা এবং ড্রেন কক্ বন্ধ কিনা দেখুন। কুলিং টাওয়ার ও ফ্যান
চালু করুন এবং পানির প্রেসার দেখুন।
*** নিচে Waukesha গ্যাস জেনারেটর বিষয়ে আরো কিছু তথ্য দেওয়া হলো।
- Waukesha ইঞ্জিনের বিভিন্ন তথ্যাদি-১
- Waukesha ইঞ্জিনের বিভিন্ন তথ্যাদি-২
- ভি.এইচ.পি ৫৯০৪, এল.টি.ডি-১২ সিলিন্ডারের বিভিন্ন অংশের বর্ননা।
- জেনারেটার চালু করার নিয়মাবালী
- জেনারেটার চালূ থাকাকালীন কাজ
- জেনারেটার বন্ধ করার নিয়মাবালী
- Waukesha Generator প্যারালালে জেনারেটার চালানোর নিয়মাবালী
- Waukesha ইঞ্জিনের জেনারেটার মেইন্টেন্যান্স সিডিউল
- ইনটেক ও এগজষ্ট ভাল্বের (টেপেট) এড্জাস্টমেন্ট
- Waukesha ইঞ্জিনের স্পার্ক প্লাগ ট্রাবলশুটিং
- Waukesha Engine এর সমস্যা, কারন ও প্রতিকার
- দৈনন্দিন এর লগ তালিকা
- ইঞ্জিন মেইন্টেন্যান্স এর বিভিন্ন লগ তালিকা
- ইঞ্জিন মেইন্টেন্যান্স টুলস এর তালিকা