পোষ্টটি http://bn.luckyfm.info/ থেকে নেওয়া হয়েছে…।
বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আবেদন ফর্মের সাথে আমাদেরকে ছবি সংযোজন করতে হয়। আর যারা চাকুরির জন্য আবেদন করতে থাকেন তাদের যে কত কপি ছবি লাগে তার কোন ইয়ত্তা নেই। আজকে পোষ্টের মাধ্যমে আপনি মাত্র ৮ টাকায় পাসপোর্ট সাইজের ৬ কপি অথবা স্ট্যাম্প সাইজের ২০ কপি ছবি তৈরী করতে পারবেন। যা সাধারনত স্টুডিও হতে প্রতি কপি পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট দিতে দশ টাকা খরচ হয়। এই হিসাবে যাদের বেশি ছবির দরকার তাদের খরচের পরিমাণটাও ব্যাপক। তবে একটু বুদ্ধি খাটালেই এই খরচটা অনেক কম হয় । মাত্র ৮ টাকায় পাসপোর্ট সাইজের ৬ কপি অথবা স্ট্যাম্প সাইজের ২০ কপি ছবি প্রিন্ট করা খুবই সম্ভব।
এই কাজটি করার জন্য নিচের পদ্ধতি অবলম্্যেছে…।
১) প্র্রথমে নির্বাচিত ছবিটি আপনার পিসিতে সংরক্ষণ করুন।
২) অতঃপর ফটোশপ ওপেন করুন।
৩) Ctrl+O চেপে আপনার ছবিটি ওপেন করুন।
৪) Ctrl+A এবং Ctrl+C চাপুন ।
৫) Ctrl+N চাপুন।
৬) পাসপোর্ট সাইজের জন্য –
Name: PP
Width: 1.5 inches
Height: 1.8 inches
Resolution: 200 pixels/inches
আর স্ট্যাম্প সাইজের জন্য –
Name: S
Width: 0.75 inches
Height: 1 inch
Resolution: 200 pixels/inches
মানগুলো লিখে ok করুন।
৭) Ctrl+V চাপুন এবং Ctrl+T চাপুন। তারপর ছবিটির সাইজ ঠিক করুন ।
৮) Ctrl+A এবং Ctrl+C চাপুন ।
৯) Ctrl+N চাপুন।
১০) 4R এর জন্য-
Name: 4R
Width: 4 inches
Height: 6 inches
Resolution: 200 pixels/inches লিখে ok করুন ।
১১) Ctrl+V চাপুন ।এই ছবিটিকে ড্রাগ করে বাম দিকের উপরে কোনায় সাজান । এরপর Ctrl+Alt চেপে ছয়টি ছবি ড্রাগিং করে সাজান । প্রতিটি ছবির মাঝে কিছু পরিমাণ ফাকা জায়গা রাখতে হবে ।
১২) Jpeg ফরমেটে ছবিটিকে Save As করুন।
১৩) এই 4R ছবিটি যেকোন ল্যাবে (স্টুডিও বাদে) মাত্র আট টাকা খরচে আপনি প্রিন্ট করতে পারবেন । আর পেয়ে যাবেন ছয় কপি ছবি। এই যে আমার তৈরী একটা নমুনা
আশা টিপসটি কারো না কারো কাজে লাগবে।
স্বল্প খরচে ষ্ট্যাম্প ও পাসপোর্ট সাইজের ছবি এবার ফটোশপেই
1 ping